গমের জাত বিএডব্লিউ -৩৮

গমের জাত পরিচিতি 




ফসল : গম
জাতের নাম : বি এ ডব্লিউ-৩৮
জনপ্রিয় নাম : অঘ্রাণী
উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)।
গড় জীবনকাল প্রায় (দিন): ১০৫
ফলনের গুণগত বৈশিষ্ট্য : দানার রং সাদা, আকারে মাঝারি এবং হাজার দানার ওজন ৩৮-৪২ গ্রাম।
 "জাতের ধরণ : 
আধুনিকজাতের বৈশিষ্ট্য :দেরীতে বপনের জন্য বিশেষভাবে উপযোগী। শীষ বের হতে ৫৫-৬০ দিন সময় লাগে। প্রতি শীষে ৫০-৫৫টি দানা পাতার গোড়ায় বেগুনি অরিকল থাকে।
শতক প্রতি ফলন (কেজি) : ১৪ - ১৬
হেক্টর প্রতি ফলন (টন) : ৩.৫-৪.০প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৫০০ গ্রাম - ৫১০ গ্রামউপযোগী
 ভূমির শ্রেণী : মাঝারি উচু , মাঝারি নিচু জমিউপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ
উৎপাদনের মৌসুম : রবি।
বপনের উপযুক্ত সময় :রবি(নভেম্বরের ২য় সপ্তাহ হতে ডিসেম্বরের ১ম সপ্তাহ)।
ফসল তোলার সময় :চৈত্র মাসের প্রথম সপ্তাহ থেকে মধ্য চৈত্র।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url