ছত্রাকনাশকের নামের তালিকা | ছত্রাকনাশক
ছত্রাকনাশকের নামের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা
গত পর্বে আলোচনা করেছি ছত্রাকনাশকের প্রকারভেদ ও গাছে কিভাবে কাজ করে। এ পর্বে আলোচনা করব রাসায়নিক উপাদান নিয়ে।একই রাসায়নিক উপাদানের ছত্রাকনাশক বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। এজন্য রাসায়নিক প্রকারভেদ জানা জরুরি।
তার আগে মনে করিয়ে দিতে চাই সংস্পর্শ ও প্রবাহমান ছত্রাকনাশক কি? সংস্পর্শ ছত্রাকনাশক গাছের ভেতরে প্রবেশ করে না কিন্তু প্রবাহমান পুরো গাছে ছড়িয়ে পড়ে।
![]() |
| ছত্রাকনাশকের নামের তালিকা |
#রাসায়নিক_মূল উপাদান হিসেবেঃ
#সংস্পর্শ(contact) ছত্রাকনাশক হিসেবে পাওয়া যায় যেগুলো -
√√সালফার (S) জাতীয় ছত্রাকনাশক-
পাউডারি মিলডিউ নিয়ন্ত্রণে বেশি কার্যকর হয়ে থাকে।
√√কপার(Cu) জাতীয় ছত্রাকনাশক-
এটি ছত্রাক ও ব্যাকটেরিয়া -দুটোকেই রোধ করতে পারে। কপার শ্রেণির হতে পারে-
>কপার সালফেট- এটি গমের Bunt/smut disease নিয়ন্ত্রণে বেশ কার্যকর
>বোর্দো মিক্সার- ডাউনি মিলডিউ দমন করে।
> কপার অক্সিক্লোরাইড- ঢলে পড়া ও পাতা ধ্বসা রোগে বেশি কার্যকর।
®বাণিজ্যিক নাম (বাজারে যে নামে পাওয়া যায়)- ব্লাইটক্স-৫০ (Blitox-50)
√√ডাইথিওকার্বামেট(Dithiocarbamates)-
এই শ্রেণির হতে পারে নিচের গ্রুপগুলো ( আসলে বিশ্বে সাধারণ নাম হিসেবে পরিচিত):
>থিরাম( Thiram)- বীজ শোধনে বেশি ব্যবহার করা হয়
> জিনেব(zineb)- ছত্রাক দমনে উপরি প্রয়োগে এটি বেশ নিরাপদ। মূলত ফলের ছত্রাক দমনে ব্যবহার করা হয়।
>ম্যানেব(Maneb)
®বাণিজ্যিক নাম-ডাইথেন এম-২২
>ম্যানকোজেব( Mancozeb) - এটি ম্যানেব ও জিনেব দুটো মিলে তৈরি। উপরিপ্রয়োগে উত্তম ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা হয়।
®বাণিজ্যিক নাম-ডাইথেন এম-৪৫, ইন্ডোফিল
->ভেপাম( Vapam)- মাটির ছত্রাক দমনে বেশ কার্যকর হয়ে থাকে।
√√প্রপিনেব গ্রুপ (Propineb)
এটি জিংক সমৃদ্ধ। গাছের বৃদ্ধিতেও সহায়তা করে।
#প্রবাহমান(Systematic) ছত্রাকনাশক হিসেবে পাওয়া যায় যেগুলো -
১.কার্বক্সিন(carboxin) গ্রুপের ভিটাভেক্স (Vitavex)
২.বেনজিমিডাজল (Benzimidazouls) এর কার্বেন্ডাজিম গ্রুপ
৩. ফিনাইল এমাইড (Phenylamides)-মেটাক্সিল গ্রুপ
®বাণিজ্যিক নাম- রিডোমিল
৪. মার্কারি- বর্তমানে নিষিদ্ধ
#ব্যাকটেরিয়া দমনে কিছু এন্টিবায়োটিক -
স্ট্রেপটোমাইসিন, এগ্রিমাইসিন
#অন্যান্য_ছত্রাকনাশক-
১.Phthalamides এর কাপটান (Captan)-
এটি বীজ শোধনে ব্যবহার করা হয়। ঢলে পড়া রোগ দমনে বেশ কার্যকর
২.Dinocap এর ক্যারেথিন (Karathane)-
এটি পাউডারি মিলডিউ, মাইট দমনে বেশ কার্যকর।
৩. ট্রায়াজল (Triazoles)-
পাউডারি মিলডিউ, Rust, পাতায় দাগ দমনে কার্যকর।
৪.এজোক্সিট্রবিন(Azoxytrobin) গ্রুপের এমিস্টার
>>বর্তমানে উপরের উপাদান সমন্বিত করেও নতুন নতুন ছত্রাকনাশক বাজারে আনা হচ্ছে। এদের বেশিরভাগ সংস্পর্শ+ প্রবাহমান জাতীয় (Contact+Systemic) ছত্রাকনাশক। যেমনঃ
১.ম্যানকোজেব+ মেটাক্সিল গ্রুপ
২. ম্যানকোজেব+কার্বেন্ডাজিম গ্রুপ
৩. প্রপিকোনাজল
৪.হেক্সা কপার অক্সিক্লোরাইড
বাংলাদেশে অনেকগুলো কোম্পানি কীটনাশক বাজারজাত করে থাকে। একই গ্রুপের ছত্রাকনাশক এক এক কোম্পানি এক এক নামে বাজারজাত করছে।
পরবর্তী পর্বে বাংলাদেশে প্রচলিত ছত্রাকনাশক নিয়ে আলোচনা করব।
যোগাযোগ
কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে সঠিক পরামর্শ দিতে আপনার পাশে রয়েছে ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ করুন।

আমি মোঃ ইখলাছ উদ্দীন।উপ-সহকারী কৃষি অফিসার। মুজিব নগর,মেহেরপুর। আপনার মোবাইল নাম্বার টা দিলে অনেক খুশি হতাম। আমার মোবাইল নাম্বার ০১৭২৩০৯৬৪৬৮.