ফসলের উপকারী পোকা-মাকড়
ফসলের উপকারী পোকা-মাকড়বের পরিচিতি নিয়ে বিস্তারিত আলোচনা
ফসলের ক্ষেতে যেমন ক্ষতিকর পোকা থাকে, তেমনি উপকারি পোকাও থাকে। যে পোকামাকড় মানুষ ও ফসলের ক্ষতির চেয়ে উপকারই করে বেশি। ফসলের জমিতে অনেক উপকারী পোকামাকড় আছে যা ক্ষতিকর পোকা খেয়ে, ডিম নষ্ট করে, আহত করে, প্রজনন ব্যাহত করে, অন্যের উপর বসবাস করে, বাচ্চা নষ্ট করে, বিরক্তকরাসহ অনিষ্টকারী পোকা
বিভিন্নভাবে খেয়ে ধ্বংস করে - এদের আমরা "বন্ধু" পোকা বলি৷ কিন্তু আমরা অনেকেই এদের সঠিক ভাবে চিনি না এবং এ ব্যাপারে যথেষ্ট সচেতন নই ৷ বিষাক্ত কীটনাশক অসময়ে ধানক্ষেতে ব্যাবহারের ফলে প্রায়শ এ সমস্ত উপকারী পোকা ধ্বংস হয়ে যায়৷ আমাদের উচিত এই সমস্ত উপকারী বন্ধু পোকাদের ধানের মাঠে রক্ষা করতে হবে৷
উপকারী পোকা বা বন্ধু পোকাদের চিনুন, সে পোকামাকড়গুলো হচ্ছে-
ফসলের বন্ধু পোকাঃ
১ মাকড়সা ২ লেডী বার্ড বিটল
৩ ক্যারাবিড বিটল ৪ স্টেফিলিনিড বিটল
৫ ড্যামসেল ফ্লাই ৬ ড্রাগন ফ্লাই
৭ বোলতা ৮ মিরিড বাগ
৯ মোসোলিভিয়া ১০ ঘাস ফড়িং
লেডি বার্ড বিটল
পূর্ণ বয়স্ক লেডি বিটল এবং বাচ্চা উভয়ে বাদামি গাছ ফড়িং, সাদাপিট গাছফড়িং, ছাতরা পোকা, জাবপোকা ও অন্যান্য পোকার ছোট কীড়া ও ডিম খেয়ে ফসল ক্ষতির হাত থেকে রক্ষা করে।
ক্যারাবিড বিটল
এরা উভয়ে ধান গাছের বাদামি গাছ ফড়িং. সাদা পিট গাছ ফড়িং, পাতা মোড়ানো পোকার কীড়া ও অন্যান্য পোকা শিকার করে।
ঘাস ফড়িং
এই পোকা মাজরা পোকা, গান্ধী পোকা, গাছ ফড়িং ও পাতা ফড়িং এর ডিম ও বাচ্চা শিকার করে। এরা দৈনিক ৩-৪ টা হলুদ মাজরা পোকার ডিমের গাদা খেতে পারে।
ড্যামসেল ফ্লাই
ড্যামসেল ফ্লাই পোকার বাচ্চারা পানিতে বাস করে এবং বিভিন্ন ধরনের পাতা ফড়িং ও গাছ ফড়িং এর বাচ্চা ধরে খাওয়ার জন্য ধান গাছ বেয়ে উঠতে পারে।পূর্ণ বয়স্ক পোকা ধান গাছের পাতার নিচ দিয়ে উড়ে বেড়ায় এবং বিভিন্ন ধরনের পোকা শিকার করে।
মিরিড বাগ
পুর্ণ বয়স্ক পোকা ও বাচ্চা বাদামি গাছ ফড়িং, সাদা পিট গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িং এর ডিম খায়।
মোসোলিভিয়া
পাখাবিহিন পোকা ধান ক্ষেতে দেখা যায় এবং ক্ষেতের আইলের ধারে জড়ো হয়ে থাকে। গাছ ফড়িং পানিতে পড়ে গেলে এদের পূর্ণ বয়স্ক ও বাচ্চা তাদের শিকার করে।
বোলতা
বোলতা অনিষ্টকারি পোকার ডিম, কীড়া, পুত্তলি ও পূর্ণ বয়স্ক পোকার উপর পরজীবি হিসেবে জীবন ধারণ করে তাদের বিনষ্ট করে। অধিকাংশ বোলতা মাজরা পোকার ডিম বা কীড়ার উপর ডিম পাড়ে।
মাকড়সা
মাকড়সা অনিষ্টকারি পোকার ডিম, কীড়া, পুত্তলি ও পূর্ণ বয়স্ক পোকা ধরে খায়। এরা সাধারণত ধান ক্ষেতে মাজরা পোকা, গাছ ফড়িং, পাতা ফড়িং ও মাছি ধরে খায়। কিছু মাকড়সা আছে যারা জাল না পেতেই শিকার করে। আবার কিছু আছে যারা জাল পেতে শিকার করে থাকে।
ধান ক্ষেতে এমন বহু ধরণের উপকারী পোকা, মাকড়সা বাস করে যারা ধানের অনিষ্টকারী পোকা খেয়ে ধ্বংস করে।
ফসলের পরভোজী পোকা
১ লেডী বিটল। ২ গ্রাউন্ড বিটল।
৩ উরচুঙ্গা (ক্রিকেট) ৪ ঘাস ফড়িং।
৫ ওয়াটার বাগ। ৬ প্লাষ্ট বাগ (মিরিড বাগ)।
৭ ড্যামজেল ফ্লাই। ৮ বোলতা।
৯ নোকড়ে মাকড়সা। ১০ অর্ব স্পাইডার।
১১ লম্বামুখী মাকড়সা।
পরভোজী পোকা- লেডী বিটল
এরা ধানগাছের বাদামী গাছ ফড়িং ও সাদা পিঠ গাছ ফড়িং খায়৷
পরভোজী পোকা- গ্রাউন্ড বিটল
এরা দেখতে লালচে তামাটে রঙের৷ এরা ধানের পাতায় পাতা মোড়ানো পোকার কীড়া, বাদামী গাছ ফটিং এবং সাদা পিঠ গাছ ফড়িং খায়৷
পরভোজী পোকা- উরচুঙ্গা (ক্রিকেট)
এই পোকার পেছনে ছুরির মত একটা অংশ আছে৷ এরা এক ধান থেকে আর এক ধান গাছে লাফিয়ে বেড়ায়৷ এরা মাজরা পোকা,পাতা মোড়ানো পোকা , লেদা পোকার ডিম ও বাচ্চা শিকার করে খায়।
পরভোজী পোকা- ঘাস ফড়িং
বাড়ন্ত বয়সের ধানগাছে এদের অধিক সংখ্যায় দেখতে পাওয়া যায় এবং অনিষ্টকারী পোকার ডিম ও বাচ্চা ধরে খায়, এরা মাজরা পোকার ডিমের গাদা, গান্ধী পোকার ডিম ও বাচ্চা ধরে খায়৷
পরভোজী পোকা- ওয়াটার বাগ
এরা আকারে ছোট৷ জলের উপর এরা দ্রুত ঘুরে বেড়ায়৷ এরা গাছ ফড়িং-এর বাচ্চা ও ডিম খায়৷
পরভোজী পোকা- প্লাষ্ট বাগ (মিরিড বাগ)
এরা পাতা ফড়িং ও গাছ ফড়িং-এর ডিম ও বাচ্চা খায়৷
পরভোজী পোকা- ড্যামজেল ফ্লাই
এরা ভাল উড়তে পারে না ৷ এরা পাতা মোড়ানো পোকার মথকে ধরে খায়৷ এরা পাতার নিচে উড়ে বেড়ায়৷
পরভোজী পোকা- বোলতা
এরা আকারে ছোট, এবং পাতা ফড়িং ও গাছ ফড়িং-এর ডিমের গাদা খায়৷
পরভোজী পোকা- নোকড়ে মাকড়সা
এরা দ্রুত চলাফেরা করে৷ এরা ধান ক্ষেতে তাড়াতাড়ি জড়ো হওয়ার ফলে ধানক্ষেতের ক্ষতিকারক পোকামাকড়কে প্রথম থেকেই শিকার করে তাদের সংখ্যা কমিয়ে ফেলে৷ এরা ধানগাছের গোড়ায় বেশী থাকে৷
পরভোজী মাকড়সা- অর্ব স্পাইডার
এরা চাকার মত গোল করে জাল বোনে বলে এদের নাম অর্ব- স্পাইডার৷ বিভিন্ন ধরনের বড় আকারের পোকা, প্রজাপতি এদের জালে আটকা পড়ে তখন এই মাকড়সা ধরে খায়৷
পরভোজী মাকড়সা- লম্বামুখী মাকড়সা
এ প্রজাতির মাকড়সারা সকালবেলায় এরা জালের মধ্যে থাকে এবং দুপুরের দিকে এবং ধানের পাতায় পা ছড়িয়ে অবস্থান করে এবং অনিষ্টকারী পোকার বাচ্চা ধরে খেয়ে ফেলে।
মাকড়সা
মাকড়সা অনিষ্টকারি পোকার ডিম, কীড়া, পুত্তলি ও পূর্ণ বয়স্ক পোকা ধরে খায়। এরা সাধারণত ধান ক্ষেতে মাজরা পোকা, গাছ ফড়িং, পাতা ফড়িং ও মাছি ধরে খায়। কিছু মাকড়সা আছে যারা জাল না পেতেই শিকার করে। আবার কিছু আছে যারা জাল পেতে শিকার করে থাকে।
ধান ক্ষেতে এমন বহু ধরণের উপকারী পোকা, মাকড়সা বাস করে যারা ধানের অনিষ্টকারী পোকা খেয়ে ধ্বংস করে।
ফসলের পরভোজী পোকা
১ লেডী বিটল। ২ গ্রাউন্ড বিটল।
৩ উরচুঙ্গা (ক্রিকেট) ৪ ঘাস ফড়িং।
৫ ওয়াটার বাগ। ৬ প্লাষ্ট বাগ (মিরিড বাগ)।
৭ ড্যামজেল ফ্লাই। ৮ বোলতা।
৯ নোকড়ে মাকড়সা। ১০ অর্ব স্পাইডার।
১১ লম্বামুখী মাকড়সা।
পরভোজী পোকা- লেডী বিটল
এরা ধানগাছের বাদামী গাছ ফড়িং ও সাদা পিঠ গাছ ফড়িং খায়৷
পরভোজী পোকা- গ্রাউন্ড বিটল
এরা দেখতে লালচে তামাটে রঙের৷ এরা ধানের পাতায় পাতা মোড়ানো পোকার কীড়া, বাদামী গাছ ফটিং এবং সাদা পিঠ গাছ ফড়িং খায়৷
পরভোজী পোকা- উরচুঙ্গা (ক্রিকেট)
এই পোকার পেছনে ছুরির মত একটা অংশ আছে৷ এরা এক ধান থেকে আর এক ধান গাছে লাফিয়ে বেড়ায়৷ এরা মাজরা পোকা,পাতা মোড়ানো পোকা , লেদা পোকার ডিম ও বাচ্চা শিকার করে খায়।
পরভোজী পোকা- ঘাস ফড়িং
বাড়ন্ত বয়সের ধানগাছে এদের অধিক সংখ্যায় দেখতে পাওয়া যায় এবং অনিষ্টকারী পোকার ডিম ও বাচ্চা ধরে খায়, এরা মাজরা পোকার ডিমের গাদা, গান্ধী পোকার ডিম ও বাচ্চা ধরে খায়৷
পরভোজী পোকা- ওয়াটার বাগ
এরা আকারে ছোট৷ জলের উপর এরা দ্রুত ঘুরে বেড়ায়৷ এরা গাছ ফড়িং-এর বাচ্চা ও ডিম খায়৷
পরভোজী পোকা- প্লাষ্ট বাগ (মিরিড বাগ)
এরা পাতা ফড়িং ও গাছ ফড়িং-এর ডিম ও বাচ্চা খায়৷
পরভোজী পোকা- ড্যামজেল ফ্লাই
এরা ভাল উড়তে পারে না ৷ এরা পাতা মোড়ানো পোকার মথকে ধরে খায়৷ এরা পাতার নিচে উড়ে বেড়ায়৷
পরভোজী পোকা- বোলতা
এরা আকারে ছোট, এবং পাতা ফড়িং ও গাছ ফড়িং-এর ডিমের গাদা খায়৷
পরভোজী পোকা- নোকড়ে মাকড়সা
এরা দ্রুত চলাফেরা করে৷ এরা ধান ক্ষেতে তাড়াতাড়ি জড়ো হওয়ার ফলে ধানক্ষেতের ক্ষতিকারক পোকামাকড়কে প্রথম থেকেই শিকার করে তাদের সংখ্যা কমিয়ে ফেলে৷ এরা ধানগাছের গোড়ায় বেশী থাকে৷
পরভোজী মাকড়সা- অর্ব স্পাইডার
এরা চাকার মত গোল করে জাল বোনে বলে এদের নাম অর্ব- স্পাইডার৷ বিভিন্ন ধরনের বড় আকারের পোকা, প্রজাপতি এদের জালে আটকা পড়ে তখন এই মাকড়সা ধরে খায়৷
পরভোজী মাকড়সা- লম্বামুখী মাকড়সা
এ প্রজাতির মাকড়সারা সকালবেলায় এরা জালের মধ্যে থাকে এবং দুপুরের দিকে এবং ধানের পাতায় পা ছড়িয়ে অবস্থান করে এবং অনিষ্টকারী পোকার বাচ্চা ধরে খেয়ে ফেলে।
যোগাযোগ
কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে সঠিক পরামর্শ দিতে আপনার পাশে রয়েছে ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ করুন।
