ছত্রাকনাশক কখন ব্যবহার করবেন | ছত্রাকনাশক
কখন কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন?
পরিচিতি
ছত্রাকের আক্রমণ প্রতিরোধ ও প্রতিকারে ছত্রাকনাশক ( fungicide) ব্যবহার করা হয়। ছত্রাক মাইসেলিয়াম, স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে। বেশিরভাগ এদের খালি চোখে দেখা যায় না। ছত্রাক মাটির নিচে, বীজের গায়ে,গাছের কান্ড, পাতায় থাকতে পারে, বাতাসেও ভেসে বেড়ায়।
|
| ekrishi24,ছত্রাকনাশক কখন ব্যবহার করবেন |
বিস্তার
বাতাস, বৃষ্টির পানি, মাটি, বীজ, যন্ত্রপাতি,পোকামাকড় ও পাখির মাধ্যমে ছড়াতে পারে।
প্রকারভেদ
এক এক ছত্রাকনাশক এক এক রকম, কার্যকরেও ভিন্ন। এজন্য প্রকারভেদ জানা জরুরি।
>>গাছকে কিভাবে রক্ষা করবে -এর উপর ভিত্তি করে তিনভাগে ভাগ করা যায়।
১. প্রতিরোধী( Protective ) -
এ ধরনের ছত্রাকনাশক গাছে ছত্রাকের আক্রমণে বাধা দিবে। যেমন-সালফার জাতীয় ছত্রাকনাশক
কীটনাশক সম্পর্কে বিস্তারিত জানতে নিছে ক্লিক করুন
2. (curative)-
ছত্রাকের মাইসেলিয়ামকে ধ্বংস করে এবং ছত্রাকের বংশবিস্তারে বাধা দেয়।
3.eradicant-
প্রাথমিক লক্ষণ প্রকাশের পর এ ধরনের ছত্রাকনাশক স্পোর ও মাইসেলিয়ামকে ধ্বংস করে। যেমন-প্রবাহমান ছত্রাকনাশক
>>গাছে কিভাবে ছড়িয়ে পড়ে- এর উপর ভিত্তি করে তিনভাগে ভাগ করা যায়।
১. সংস্পর্শী( contact) ছত্রাকনাশক-
এগুলো প্রয়োগ করার পর গাছের ভেতরে, পাতায় এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে প্রবেশ করতে পারে না। কান্ড, পাতার উপরে লেগে থাকে। ছত্রাক এর সংস্পর্শে আসলে বিষক্রিয়া ঘটায়। যেসব ছত্রাক বাতাসের মাধ্যমে ছড়ায়, গাছের উপরের পৃষ্ঠে আক্রমণ করে প্রধানত তাদের ধ্বংস করে। যেমন- ম্যানকোজেব, কপার, প্রপিনেব, ম্যানেব জাতীয় ছত্রাকনাশক
২.প্রবাহমান(systemic)-
এ ধরনের ছত্রাকনাশক গাছে প্রয়োগের পর পুরো গাছে জাইলেম, ফ্লোয়েম টিস্যু দিয়ে ছড়িয়ে পড়ে। নিচ থেকে উপরে, উপর থেকে নিচে যায়। যেসকল ছত্রাক গাছের ভেতরে আক্রমণ করে প্রধানত তাদের ধ্বংস করে। যেমন - কার্বেন্ডাজিম।
translaminar- পাতার এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে যায়।
৩.সংস্পর্শী+ প্রবাহমান( contact + systemic)-
এরা উপরের দুই ধরনের কাজ পারে। কার্বেন্ডাজিম + ম্যানকোজেব, ম্যানকোজেব + মেটাক্সিল
>>রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে দুইভাগে ভাগ করা যায়।
১. অজৈব ছত্রাকনাশক-
সালফার, কপার, বোর্দো মিক্সার
২. জৈব ছত্রাকনাশক-
কার্বন সমৃদ্ধ ছত্রাকনাশক, ম্যানকোজেব, কার্বেন্ডাজিম ইত্যাদি।
ছত্রাকনাশকের_অন্যান্য_উপকারিতা
গাছের বৃদ্ধি বাড়ায়, প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গুণগত মান বাড়ায়।
ক্ষতিকর_দিক
একই ছত্রাকনাশক বার বার ব্যবহারে ছত্রাক প্রতিরোধী (resistant) হয়ে উঠতে পারে। তখন ঐ ছত্রাকনাশক ব্যবহারে কাজ হবে না। বেশি মাত্রায়, অসময়ে ব্যবহারে এমন হতে পারে। এজন্য রোগ অনুযায়ী পরামর্শ নিয়ে ছত্রাকনাশক ব্যবহার করা প্রয়োজন।
#কৃষকরা অনেকেই ভুল করে #একই_ধরনের কীটনাশক প্রয়োগ করেন। ফলে সুফল পান না।
পরবর্তী পর্বে বাজারে প্রাপ্ত ছত্রাকনাশক গ্রুপসহ আলোচনা করব। আমাদের সাথেই থাকুন।
✳️♦ যোগাযোগঃ
কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে সঠিক পরামর্শ দিতে আপনার পাশে রয়েছে ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ করুন।
