আলুর কান্ড পচা (Stem Rot of Potato) রোগ দমন ও তার প্রতিকার | আলুর রোগ
আলুর কান্ড পচা রোগ (Stem Rot of Potato) দমন ও তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা
বাণিজ্যিকভাবে আলুর চাষ দিনে দিনে বাড়তেছে। কিন্তু বাংলাদেশ বিভিন্ন রোগের
কারণে আশানরুপ আলুর ফলন পায় না চাষিরা। এর মধ্যে আলুর কান্ড পচা রোগ অন্যতম। যা
আলু গাছের মারাত্নক ক্ষতি করে।এ জন্য আলুর কান্ড পঁচাসহ বিভিন্ন রোগ দমন
সম্পর্কে আমাদের জানতে হবে। চলুন জেনে নেওয়া যাক আলুর কান্ড পঁচা রোগ দমনের
কৌশল।
|
|
| আলুর কান্ড পচা রোগ (Stem Rot of Potato) দমন ও তার প্রতিকার |আলুর রোগ |
আলুর কান্ড পচা রোগ পরিচিতিঃ
আলুর কান্ড পচা রোগ (Stem Rot of Potato) স্কেলেরোসিয়াম রলফসি (Selerotium
rolfsii) নামক ছত্রাকের আক্রমণে হয়ে থাকে।
আরও বিস্তারিত জানতে নিছে ক্লিক করুন
আলুর কান্ড পচা রোগের কারণঃ
এই রোগের আক্রমণের ফলে বাদামী দাগ গাছের কান্ডের গোড়া ছেয়ে ফেলে।যার ফলে গাছ
ঢলে পড়ে এবং বিশেষ করে গাছের নিচের পাতা হলদে হয়ে যায়া। আলু গাছের আক্রান্ত
অংশে বা আশেপাশে মাটিতে ছত্রাকের সাদা সাদা জালিকা দেখা যায়। কিছু দিন পর
সরিষার দানার মত জীবানুর গুটি বা স্কেলেরোসিয়াম সৃষ্টি হয়। যে কারণে আলুর গা
থেকে পানি বের হয় এবং পচন ধরে। ক্রমে আলু পচে নষ্ট হয়ে যায়।
আরও বিস্তারিত জানতে নিছে ক্লিক করুন
আলুর আগাম ধ্বসা (Early Blight of Potato ) রোগ দমন ও তার প্রতিকার
আলুর মড়ক বা নাবি ধ্বসা (Late Blight of Potato) রোগ দমন ও প্রতিকার
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
আক্রান্ত গাছ কিছুটা মাটি সহ সরিয়ে ফেলতে হবে। অতপড় জমি গভীর ভাবে চাষ করে কয়েক
দিন ফেলে রেখে জমিতে পচা জৈব সার প্রয়োগ করতে হবে। বীজ বপনের পূর্বে আলু বীজ
শোধন করা জরুরি (ম্যানকোজের ২ গ্রাম + ১ লিটার পানি)।অথবা ট্রাইকোডারমা ভিড়িডি
৩-৪ গ্রাম + ১ লিটার পানি মিশিয়ে বীজ শোধন করা।
যোগাযোগঃ
কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে সঠিক
পরামর্শ দিতে আপনার পাশে রয়েছে ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও পরামর্শ
কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ করুন।