আলুর শুকনো পচা (Potato Dry Rot Disease) রোগ দমন ও তার পরিচিতি | আলুর রোগ

আলুর শুকনো পচা (Potato Dry Rot Disease)  দমন ও তার পরিচিতি নিয়ে বিস্তারিত আলোচনা


 আলুর চাষ দিনে দিনে বাড়তেছে। কিন্তু বাংলাদেশ বিভিন্ন রোগের কারণে আশানরুপ আলুর ফলন পায় না চাষিরা। এর মধ্যে আলুর শুকনো পচা রোগ অন্যতম। যা আলু গাছের মারাত্নক ক্ষতি করে।এ জন্য আলুর কান্ড পঁচাসহ বিভিন্ন রোগ দমন সম্পর্কে আমাদের জানতে হবে। চলুন জেনে নেওয়া যাক আলুর শুকনো পচা রোগ দমনের কৌশল।
আলুর শুকনো পচা (Potato Dry Rot Disease)  দমন ও তার পরিচিতি,আলুর গায়ে কিছুটা গভীর কালো দাগ পড়ে।প্রথম পচন যদিও ভিজা থাকে পরে তা শুকিয়ে শক্ত হয়ে যায়।
আলুর শুকনো পচা (Potato Dry Rot Disease)  দমন ও তার পরিচিতি | আলুর রোগ

আলুর শুকনো পচা রোগের পরিচিতিঃ

আলুর শুকনো পচা রোগ (Potato Dry Rot Disease).ফুসারিয়াম এসপি (Fusarium sp) নামক ছত্রাক দ্বারা আক্রান্ত হয়।ইহা ফসলের বাড়ন্ত পর্যায় আক্রমণ করে।





 আলুর শুকনো পচা রোগের লক্ষণঃ

আলুর গায়ে কিছুটা গভীর কালো দাগ পড়ে। আলুর ভিতরে গর্ত হয়ে যায়। প্রথম পচন যদিও ভিজা থাকে পরে তা শুকিয়ে শক্ত হয়ে যায়। আক্রান্ত অংশে গোলাকার ভাঁজ এবং কখনো কখনো ঘোলাটে সাদা ছত্রাক জালিকা দেখা যায়।



রোগের দমন ব্যবস্থাপনাঃ

আলু ভালভাবে বাছাই করে সংরক্ষণ করতে হবে। যথাযথ কিউরিং করে আলু গুদামজাত করতে হবে। ডাইথেন এম ৪৫ দ্রবণ (০.২%) দ্বারা বীজ আলু শোধন করতে হবে। বস্তা, ঝুড়ি ও গুদামজাত আলু ৫% ফরমালিন দিয়ে শোধন করতে হবে।

যোগাযোগঃ

কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে সঠিক পরামর্শ দিতে আপনার পাশে রয়েছে ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url