ক্লোরোফেনাপির(Chlorofenapyr) গ্রুপের কীটনাশক পরিচিতি | কীটনাশক
Chlorofenapy গ্রুপের কীটনাশক পরিচিতি।
আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন গ্রুপের কীটনাশক নিয়ে আলোচনা করব। প্রথমেই থাকছে ক্লোরোফেনাপির ( Chlorofenapyr)
গ্রুপ।
ক্লোরোফেনাপির গ্রপের কীটনাশক মূলত কীটপতঙ্গের ভিতরে প্রবেশের পর কার্যকর হয়, মানে এটি পাকস্থলির বিষক্রিয়া জনিত কীটনাশক।দ
পরিচিতি
ক্লোরোফেনাপির গ্রপের কীটনাশক মূলত কীটপতঙ্গের ভিতরে প্রবেশের পর কার্যকর হয়, মানে এটি পাকস্থলির
বিষক্রিয়া জনিত কীটনাশক। উপাদান হিসেবে পাইরল (pyrroles) ব্যবহার করা হয়।
এটি স্তন্যপায়ী ও জলজ জীবের প্রতি কম বিষাক্ত হওয়ায় সিনথেটিক পাইরেথ্রয়েডের
বিকল্প হিসেবে ব্যবহার শুরু হয়েছিল।
কার্যকারিতা
এটি একই সাথে কীটনাশক এবং মাকড়নাশক। পোকার পাকস্থলীতে প্রবেশের পর বিষক্রিয়া ঘটায়। গাছের
পাতায় প্রয়োগের পর পাতার এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে পৌঁছায়। গাছের ক্ষেত্রে
প্রবাহমান হলেও কিছুটা সংস্পর্শ ( contact), তবে Translaminar হিসেবে ভালো কাজ
করে।
ফসল
তুলা, শাকসবজি- বিশেষ করে বেগুন, টমেটো, মরিচ, লেবু, সয়াবিন ইত্যাদি ফসলে ব্যবহার করা হয়।
পোকাদমন
মাইট, থ্রিপস, কৃমি(নেমাটোড), মাকড় দমনে কার্যকর। গ্রীন হাউসে পোকা দমনে
এটি চমৎকার কাজ করে।
বিশেষ_গুণ
মাইটের লার্ভা এবং বয়স্ক -দুই অবস্থায় এটি চমৎকার কাজ করে। থ্রিপস দমনে বেশি
কার্যকর। ৭২ ঘন্টার মধ্যে পোকা মারতে পারে।
>এটি %এস সি (%SC- suspension concentrate) আকারে বেশি পাওয়া যায়। যা
পানিতে মেশানোর সাথে সাথে দ্রুত মিশে যায়।
বাণিজ্যিক_নাম
এই গ্রুপের কীটনাশক ইন্ট্রাপিড ১০ এসসি নামে বাজারে পাওয়া যায়। বিএএসএফ কোম্পানি এটি
সরবরাহ করে । তথ্যমতে, আমাদের দেশে পদ্মা ওয়েল কোম্পানি এটি বাজারজাত করে থাকে।
দেশে প্রচলিত অন্য নামে কীটনাশক আমরা এখনো পাই নি। ( থাকলে তথ্য দিয়ে সহযোগিতা
করবেন)
প্রয়োগ_মাত্রা
বোতল/ প্যাকেটের নির্দেশিকা অনুসরণ করুন।
সতর্কতা
২০১৬ সালে ক্লোরোফেনাপির মিশ্রিত খাবার খেয়ে পাকিস্তানে ৩১ জন মারা গিয়েছিল।
তাই প্রয়োগের সময় পুরো শরীর আবৃত করে সতর্কতার সাথে সঠিক মাত্রায় প্রয়োগ করতে
হবে।
যোগাযোগ
>>কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে সঠিক পরামর্শ দিতে আপনার পাশে রয়েছে ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ করুন।
তথ্য সূত্র ও ছবি: ইন্টারনেট, ই-কৃষি ক্লিনিক