সাইপারমেথ্রিন(Cypermethrin) গ্রুপের কীটনাশক পরিচিতি | কীটনাশক

  কীটনাশক_পরিচিতি- সাইপারমেথ্রিন(Cypermethrin) গ্রুপ 


সাইপারমেথ্রিন_কী ?

সাইপারমেথ্রিন  (Cypermethrin/CP) হলো সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক যা কৃষিক্ষেত্রে ও বাসাবাড়িতে পোকামাকড় দমনসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় । এটি স্পর্শক (contact) ও পাকস্থলি ক্রিয়া সম্পন্ন কীটনাশক। 



সাইপারমেথ্রিন  (Cypermethrin/CP) হলো সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক যা কৃষিক্ষেত্রে ও বাসাবাড়িতে পোকামাকড় দমনসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ।
সাইপারমেথ্রিন(Cypermethrin) গ্রুপের কীটনাশক পরিচিতি 



এটি এক প্রকার নিউরোটকসিন জাতীয় পদার্থ যেটা রোদে, পানিতে, অক্সিজেনের উপস্থিতিতে সহজেই বিভাজিত হয়ে যায় ।


প্রাকৃতিক_উৎস- 

পাইরেথ্রইয়েড মূলত সুর্যমুখী ও ডালিয়া জাতীয় ফুলের বীজ ও পাপড়িতে, চন্দ্রমল্লিকা (Chrysanthemum) ফুলে পাওয়া যায় ।


কীভাবে_কাজ_করে

সাইপারমেথ্রিন পোকামাকড়ে নিউরোটকসিন হিসেবে তাড়াতাড়ি কাজ করে ।যখন কোন পোকামাকড় সাইপারমেথ্রিনের সংস্পর্শে আসে অথবা ভক্ষণ করে তখন এটি বিষক্রিয়া ঘটায় ।বিষটি পোকামাকড়ের স্নায়ু কোষে প্রবেশ করে, এতে প্যারালাইসিস হয়ে যায়।  বিষমিশ্রিত খাদ্য গ্রহণে পাকস্থলিতে বিষক্রিয়া ঘটায়।


ব্যবহার 

শাকসবজি  ও ফলমূলে পোকামাকড় দমনে এটি ব্যবহার করা হয় ।প্রায় ৯০% সাইপারমেথ্রিন তুলা শস্যের জাব পোকা, জেসিডসহ পোকামাকড় দমনে ব্যবহৃত হয়।এছাড়া আমের হপার, চা বাগানে মশা দমনে কার্যকর।  উকুন, মাছি, মাকড়সা,বিভিন্ন মাইট দমনেও কাজ করে । 

বাসাবাড়িতে পিঁপড়া, তেলাপোকা, মশামাছি, ইঁদুরসহ আরো অনেক ধরনের বিষাক্ত কীটপতঙ্গ দমনে ব্যবহার করা যায়। 


প্রয়োগ_মাত্রা

প্যাকেট/বোতলের নির্দেশনা অনুসরণ করে প্রয়োগ করতে হবে। সাধারণত ১০ ই সি হলে ১ লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হয়। সাইপারমেথিন নির্ধারিত পরিমাণে মিশিয়ে ভালভাবে ঝাঁকিয়ে নিতে হয় এবং এরপর স্প্রে করতে হয় ।


সাইপারমেথ্রিনের স্থায়িত্ব(Residue level)

পরিমাণ অনুযায়ী ভিন্ন হতে পারে। শাকসবজিতে ৭/১০ দিন পর্যন্ত থাকতে পারে। তাই প্রয়োগের ৭ দিন আগে ফসল তোলা যাবে না। কোন কোন ফসলে এর থেকে বেশি সময় বিষক্রিয়া থাকতে পারে। এক্ষেত্রে প্যাকেটে সময়সীমা উল্লেখ দেখে নিতে হবে। মাটিতে ১ মাসের অধিক সময় কার্যকর থাকতে পারে। 


বাজারে_যে_নামে পাওয়া যায় 

 রিলোথ্রিন১০ ইসি( অটো ক্রপ কেয়ার),রিপকর্ড ১০ ইসি(বিএসএফ কোম্পানি), কট ১০ ইসি(এসিঅাই), শেফা ১০ ইসি(ইনতেফা),সুরক্ষা ১০ ইসি(হেকেম), ম্যাজিক ১০ ইসি(বেক্সিমকো) ইত্যাদি। 

>>বর্তমানে কার্যকারিতা বাড়াতে নতুন জাতক/ উপাদান যোগ করে বাজারজাত করা হচ্ছে। যেমন- আলফা সাইপারমেথ্রিন, বিটা,সাইপারমেথ্রিন, ক্লোরোপাইরিফস + সাইপারমেথ্রিন, প্রফেনফস+ সাইপারমেথ্রিন, কুইনালফস+সাইপারমেথ্রিন ইত্যাদি। পরবর্তী পর্বে এগুলো নিয়ে জানাব।


ক্ষতিকর_দিক

১.সাইপারমেথ্রিন মাছ, মৌমাছি ও উপকারী পোকা,জলজ কীটপতঙ্গ এর জন্য মারাত্মক ক্ষতিকর।

২. মানুষদের জন্য কম ক্ষতিকর হলেও অধিক মাত্রা হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। 

৩. অতিরিক্ত মাত্রা মাটির জন্য ক্ষতিকর ।

ছত্রাকনাশক সম্পর্কে বিস্তারিত জানতে..


   

সতর্কতা

১.প্রয়োগের সময় হাতে গ্লাভস ও মুখে মাস্ক ব্যবহার করতে হবে । অবশ্যই ফুলহাতা শার্ট পরিধান করে নিতে হবে। 

২.শিশু ও গৃহপালিত পশু পাখিদের সরিয়ে রাখতে হবে ব্যবহারের সময় ।

৩. নির্দিষ্ট সময়ের অাগে ফসল তোলা যাবে না। 


যোগাযোগ 

কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে সঠিক পরামর্শ দিতে আপনার পাশে রয়েছে ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url