ক্লোরপাইরিফস(Chlorpyrifos) গ্রুপের কীটনাশক পরিচিতি | কীটনাশক
ক্লোরপাইরিফস(Chlorpyrifos) গ্রুপের কীটনাশক_পরিচিতি
ক্লোরপাইরিফস একটি অর্গানোফসফেট গ্রুপের স্পর্শজাতীয় তীব্র গন্ধযুক্ত
কীটনাশক
যা কৃষি ক্ষেত্রে
পোকামাকড়
দমনে (acaricide & insecticide) বহুল ব্যবহৃত হয়। ১৯৬৫ সাল থেকে
ক্লোরপাইরিফস ব্যবহার শুরু হয় ।
ক্লোরপাইরিফস কি পোকামাকড় দমন করে
ক্লোরপাইরিফস সাদামাছি,এফিড,থ্রিপস, ফল ছিদ্র পোকা,
কাটুই পোকা,গান্ধী পোকা, পাতা মোড়ানো
পোকা ইত্যাদি দমন করে।
ক্লোরপাইরিফসদ কীভাবে কাজ করে
ক্লোরপাইরিফস স্পর্শজাতীয় হওয়ায় গাছের ভেতরে তেমন প্রবেশ করে না।
পোকামাকড় এর সংস্পর্শে আসলে
পাকস্থলিতে (stomach) বিষক্রিয়া ঘটায়। এটি পোকার নার্ভ সিস্টেমকে আক্রমণ করে
অ্যাসিটাইলকোলিনেজটারেজ এনজাইম নিঃসরণে বাধা দেয় । এতে
পোকামাকড় মারা যায় ।
ক্লোরপাইরিফসের প্রয়োগ
অধিকাংশ ক্ষেত্রে গাছের পাতায় স্প্রে করা হয় ক্লোরপাইরিফস। প্যাকেটের
নির্দেশনা অনুযায়ী মাত্রা অনুসরণ করে স্প্রে করতে হবে।
ফসলে_বিষক্রিয়া (MRL লিমিট)
ক্লোরপাইরিফস প্রয়োগের পর ২ সপ্তাহ বা বেশি সময় বিষক্রিয়া ফসলে থেকে যেতে পারে। তাই
প্রয়োগের পর ১০-১৫ দিনের মধ্যে ফসল তোলা যাবে না।
>> বর্তমানে ক্লোরোপাইরিফসের অন্যান্য উপাদান যেমন
সাইপারমেথ্রিন যোগ করেও
কীটনাশক
বাজারজাত করা হচ্ছে।
ক্লোরপাইরিফসের বাণিজ্যিক নাম
| বাজারজাতকৃত কীটনাশক | কোম্পানী নাম |
|---|---|
| ক্লাসিক ২০ ইসি | এসিআই |
| ডারসবান ২০ ইসি | অটো ক্রপ কেয়ার |
| একশন২০ ইসি | ম্যাপ এগ্রো |
| চেতা ৪৮ ইসি | সী ট্রেড |
| এক্সপার্ট ২০ ইসি,হিরাবান ২০ ইসি | লারসেন |
| পাইরিফস ২০ ইসি,সাইপাইরিফস | ম্যাকডোনাল |
| রেক্সিব্যান ২০ ইসি | রেক্সিমকো |
| এগ্রিবান ২০ ইসি | এগ্রিম্যাক্স |
| সালব্যান ২০ ইসি,মাষ্টার ২০ ইসি | ইষ্ট ওয়েষ্ট |
| পাইক্লোরেক্স ২০ ইসি | স্কয়ার |
| পাইরিব্যান ২০ ইসি | পদ্মা অয়েল |
| ফায়ারফস ৪৮ ইসি | ডি.এম ইন্টার |
| এগফস ২০ ইসি | মামুন এগ্রো |
| এমকোফস ২০ ইসি | এ্যাথারটন ইমব্রুস |
| গ্রেটার ৪৮ ইসি | গ্রীন বাংলা এগ্রো |
| এরােফস ৪৮ ইসি, এরােকিল ২০ ইসি | অরণ্য ক্রপ কেয়ার |
| সিকুব্যান ২০ ইসি | স্যাম্প লিঃ |
| কাছির ৪৮ ইসি | ইন্তেফা |
| বিকোফস ২০ ইসি,মডার্ট ৪৮ ইসি | বিসমিল্লাহ |
| কিলফস ২০ ইসি | পদ্মা এগ্রো |
| ক্লোরােব্যান ২০ ইসি | ইউনাইটেড ফসঃ |
| সাইরেন ২০ ইসি | সেতু |
| লিমিফস ২০ ইসি | দি লিমিট |
| ক্লোরােসিড ২০ ইসি | করবেল |
| লিংকার ২০ ইসি | এগ্রোবিজনেস |
| মিমব্যান ২০ ইসি | মিমপেক্স |
| ক্লোরােপাইরিফস | আলফা এগ্রো |
| ক্লোপাইরিফস ২০ ইসি | গ্লোবাল এগ্রাভেট |
| ক্লোরােসেল ৪৮ ইসি | হেকেম |
ক্লোরপাইরিফসের ক্ষতিকর দিক
১.ক্লোরপাইরিফস মৌমাছির জন্য ক্ষতিকর।
২.এটা মাছের জন্য ক্ষতিকর ।
৩.বাচ্চাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর ।
৪.বন্ধ্যাত্ব ও বিকাশগত নিউরোটক্সিসিটি সৃষ্টি করে।
৫.অতিরিক্ত মাত্রা মাটি ও ফসলের জন্য ক্ষতিকর ।
ক্লোরপাইরিফসের সতর্কতা
১.ক্লোরপাইরিফস ব্যবহারের সময় প্যাকেটের গায়ে নির্দেশনা ও মেয়াদ দেখে নিতে
হবে ।
২.অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না ।
৩.ব্যবহারের সময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস অথবা ফুলহাতা শার্ট পরিধান করতে
হবে।
যোগাযোগ
কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে সঠিক পরামর্শ দিতে আপনার পাশে রয়েছে ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও
পরামর্শ কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ
করুন।
