ম্যানকোজেব (Mancozeb) গ্রুপের ছত্রাকনাশক পরিচিতি | ছত্রাকনাশক

ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক পরিচিতি নিয়ে বিস্তারিত আলোচনা


 ম্যানকোজেব (Mancozeb) কি?

ম্যানকোজেব হলো ছত্রাকনাশকের সক্রিয় উপাদান৷ এটি বহুমুখী , স্পর্শক ও প্রতিরোধক ক্রিয়াসম্পন্ন ডাইথায়োকার্বামেট জাতীয় ছত্রাকনাশক৷ এটি ম্যানেব ও জিনেব নামক দুইটি ডাইথায়োকার্বামেটের সমন্বয়ে তৈরি। এটি ছত্রাক দমন করে, গাছ বা ফসলের তেমন ক্ষতি করে না। 

ম্যানকোজেব(Mancozeb)গ্রুপের ছত্রাকনাশক পরিচিতি,সৃষ্ট রোগ টমেটোর ঢলে পড়া ও ধ্বসা রোগ,আলু ও কলার সিগাটোকা,পেঁয়াজের পার্পল ব্লচ,মিলডিউ দমনে কাজ করে থাকে।
ম্যানকোজেব (Mancozeb) গ্রুপের ছত্রাকনাশক পরিচিতি | ছত্রাকনাশক


ম্যানকোজেব কীভাবে কাজ করে? 

বাতাসের সাহায্যে ম্যানকোজেব  আইসোথায়োসায়ানেটে রুপান্তরিত হয়ে ছত্রাক এনজাইমের সালফাহাইড্রাল গ্রুপকে নিষ্ক্রিয় করে দিয়ে থাকে।


ম্যানকোজেব কখনো ছত্রাক এনজাইমের উপাদানের বিনিময় ঘটিয়ে ছত্রাক এনজাইমের কাজে ব্যাঘাত সৃষ্টি করে৷ 


ম্যানকোজেব ছত্রাকের স্পোর অংকুরোদগম রোধক হিসেবে কাজ করে থাকে। 


Mancozeb গাছের উপরিভাগে হালকা প্রলেপ সৃষ্টি করে থাকে৷যার ফলে রোগজীবাণু গাছের সংস্পর্শে আসা মাত্রই মারা যায় এবং বাহির থেকে রোগজীবাণু গাছের ভিতরে প্রবেশ করতে পারে না৷ 




ম্যানকোজেব কোন রোগ দমন করে? 

 Mancozeb ছত্রাক দ্বারা সৃষ্ট রোগ যেমন মিলডিউ,  ব্লাইট, এনথ্রাকনোজ, লিফ স্পট দমনে ভালো কাজ করে৷ তবে এটি ফল, শাকসবজি, মাঠ ফসলেও ব্যবহার করা যায়। বীজ শোধনেও ব্যবহার করা হয়। টমেটোর ঢলে পড়া, আলু ও টমেটোর ধ্বসা রোগ, কলার সিগাটোকা, পেঁয়াজের পার্পল ব্লচ, আমের এনথ্রাকনোজ, মিলডিউ দমনে ভালো কাজ করে থাকে। ম্যানকোজেব জিঙ্ক ও ম্যাংগা নিজ আয়ন সমৃদ্ধ হওয়ায় ব্যবহারের পরপরই গাছ দ্রুত সবুজ ও সতেজ হয়৷ 



প্রয়োগমাত্রা

বিজ্ঞানীরা সাধারণত ০.২% হারে (প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে) পাতায় প্রয়োগ করার সুপারিশ করে থাকেন৷


বাজারে_ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকের বাণিজ্যিক নাম-


বাজারে প্রচলিত নাম কোম্পানী বাজারে প্রচলিত নাম কোম্পানী
ইন্ডোফিল এম-৪৫ অটো ক্রপ কেয়ার নেমিস্পোর ৮০ ডব্লিউপি এসিআই
এগ্রিজেব ৮০ ডব্লিউপি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড গোল্ডেন এম ৪৫ এথারটন ইমব্রুস কোম্পানী লিমিটেড
বিকোজেব-এম ৮০ ডব্লিউপি বিসমিল্লাহ কর্পোরেশন লিমিটেড গোল্ডজেব ৮০ ডব্লিউপি এগ্রিম্যাক্স
কোজেব ৮০ ডব্লিউপি আলফা এগ্রো লিমিটেড কাফা ইন্তেফা
করজেব ৮০ ডব্লিউপি করবেল কেমিক্যাল ইন্টারন্যাশনাল লিঃ কুসুম ৮০ ডব্লিউপি ভ্যালেন্ট টেক
ডেনকোজেব ৮০ ডব্লিউপি রেক্সিমকো এল এম ৪৫ দি লিমিট এগ্রোপ্রোডাক্টস লিমিটেড
এডকোজেব ৮০ ডব্লিউপি সী ট্রেড ম্যাকজিদান ৮০ ডব্লিউপি ম্যাকডোনাল্ড বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড
ফিলথেন এম ৪৫ এগ্রিটেক মিডিয়া ৮০ ডব্লিউপি গ্লোবাল এগ্রোভেট লিমিটেড
হেমেনকোজেব ৮০ ডব্লিউপি হেকেম (বাংলাদেশ) লিমিটেড মিনা ৮০ ডব্লিউপি ইস্ট ওয়েস্ট কেমিক্যালস লিমিটেড
ডাইথেন এম ৪৫ বায়ার  ক্রপসায়েন্স লিমিটেড মসুম ৮০ ডব্লিউপি ইষ্ট ওয়েষ্ট
অনথেন এম ৮০ ডব্লিউপি এমিন্যান্স ম্যানকোভিট ৮০ ডব্লিউপি হেকেম (বাংলাদেশ) লিমিটেড
পেষ্টকোজেব ৮০ ডব্লিউপি টোটাল এগ্রো সেভার ৮০ ডব্লিউপি ম্যাপ এগ্রো
সিনমাজেব ৮০ ডব্লিউপি পেট্রোকেম সানকোজেব ৮০ ডব্লিউপি সেতু করঃ
জাজ ৮০ ডব্লিউপি সিনজেন্টা নেকজেব ন্যাশনাল এগ্রিকেয়ার
ইউথেন ৮০ ডব্লিউপি ইউনাইটেড ফসফরাস (বাংলাদেশ) লিমিটেড পেনকোজেব ৮০ ডব্লিউপি সেতু পেস্টিসাইডস লিমিটেড
রাজল্যান্ড ৮০ ডব্লিউপি পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড ভন্ডজেব ৪২ এসসি নাফকো (প্রাইভেট) লিমিটেড
শিনমাজেব ৮০ ডব্লিউপি এসিআই ফর্মুলেশনস লিমিটেড ফ্লোয়িন এইচটি অটো ক্রপ কেয়ার লিমিটেড
ইউথেন ৮০ ডব্লিউপি ইউনাইটেড ফসফরাস (বাংলাদেশ) লিমিটেড কেনকোজেব এম ৪৫ এস আই এগ্রো ইন্টারন্যাশনাল


সতর্কতাঃ

ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক মানুষের জন্য কম বিষাক্ত হলেও  বিষক্রিয়ায় প্রাণীর থাইরয়েড গ্রন্থি প্রসারিত এবং পরীক্ষামূলক প্রাণীদের মধ্যে জন্মগত ত্রুটি এবং ক্যান্সার তৈরি করেছে।তাই প্রয়োগের সময় সতর্কতা অবলম্বন করতে হবে।



যোগাযোগঃ

কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে সঠিক পরামর্শ দিতে আপনার পাশে রয়েছে ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ করুন।


Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown ৮ ফেব্রুয়ারী, ২০২২ এ ৭:৩১ PM

    সুন্দর পোস্ট।

  • Unknown
    Unknown ১০ এপ্রিল, ২০২২ এ ১:৪০ PM

    খুব ভাল

Add Comment
comment url