এসিটামিপ্রিড (Acetamiprid) গ্রুপের কীটনাশক পরিচিতি। কীটনাশক
এসিটামিপ্রিড(Acetamiprid) গ্রুপের কীটনাশক
এসিটামিপ্রিড(Acetamiprid) গ্রুপ ক্লোরোপাইরিডিনাইল নিওনিকোটিনয়েড গ্রুপের
কীটনাশক
যা পোকামাকড় ও রোগ বালাই দমনে কৃষিক্ষেত্রে,বাসাবাড়িতে বাণিজ্যিকভাবে বহুল
ব্যবহৃত। এটি একপ্রকার গন্ধহীন রাসায়নিক
কীটনাশক। ১৯৯০ সালে প্রথম এটির ব্যবহার শুরু হয়।
|
| এসিটামিপ্রিড(Acetamiprid) গ্রুপের কীটনাশক পরিচিতির ছবি |
এসিটামিপ্রিড কিভাবে কাজ করেঃ
এসিটামিপ্রিড(Acetamiprid) গ্রুপ সিস্টেমিক বা প্রবাহমান
কীটনাশক
। এটি পোকামাকড়ের নার্ভ সিস্টেমকে আক্রমণ করে। ফলে পোকামাকড় তার শরীরে নিয়ন্ত্রণ
হারায় এবং প্যারালাইসিস হয়ে মারা যায়। এছাড়াও এটি পোকামাকড়ের পেটে
বিষক্রিয়া সৃষ্টি করে দমন করে।
এসিটামিপ্রিড যে সমস্ত পোকা দমন করেঃ
মূলত এটি এফিড দমনে ব্যবহার করা হয়। তাছাড়া ও জাব পোকা, উঁইপোকা,সাদা মাছি,বিছা
পোকা, লাল মাকড়সা মাকড়,হপার পোকা, বাদামী গাছ ফড়িং,জ্যাসিড পোকা,পামরী,থ্রিপস ও
মশা দমন করে থাকে।
এসিটামিপ্রিড যে সমস্ত ফসলে ব্যবহার করা যায়ঃ
আম,
ধান, তুলা, চা, শিম, পাট ও চেরি চাষে এবং Ornamental plants এ ব্যবহার করা হয়।এছাড়াও লেবু, যব,টমেটো, গম,আঙ্গুর গাছের রোগ দমনে এসিটামিপ্রিড(Acetamiprid) ব্যবহৃত হয়।
নোটঃ তবে সাদামাছি,জ্যাসিড পোকা,ও থ্রিপস দমনে বেশি কার্যকর।
এসিটামিপ্রিড গ্রুপের প্রয়োগ মাত্রাঃ
এসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক খুব দ্রুতই কাজ করে থাকে। প্যাকেটের গায়ের নিদর্শনা
অনুযায়ী এসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে।
এসিটামিপ্রিড(Acetamiprid) গ্রুপের বিষক্রিয়াঃ
১৫-২২ দিন পর্যন্ত এসিটামিপ্রিড(Acetamiprid) গ্রুপের কার্যকরী থাকে। তাই
প্রয়োগের ১৫-২০ দিনের মধ্যে ফসল তোলা যাবে না।
এসিটামিপ্রিড গ্রুপের বাণিজ্যিক কীটনাশকের নামঃ
| গ্রুপের নাম | বালাইনাশকের নাম | কোম্পানীর নাম | বালাইনাশকের নাম | কোম্পানীর নাম |
|---|---|---|---|---|
| এসিটামিপ্রিড | বিসমার্ক ২০ এসপি | লারসেন কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ (প্রাঃ) লিঃ | প্লাটিনাম ২০ এসপি | এসিআই ফর্মুলেশনস লিমিটেড |
| এসিটামিপ্রিড | প্রাইজ ২০ এসপি | ইউনিক্রপ প্রটেকশান লিমিটেড | সিনলিফ ২০ এসপি | সান সিড পেস্টিসাইডস |
| এসিটামিপ্রিড | তুন্দ্রা ২০ এসপি | অটো ক্রপ কেয়ার লিমিটেড | নাইজ ২০ এসপি | পেট্রোকেম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ |
| এসিটামিপ্রিড | বিকোমিপ্রিড ২০ এসপি | বিসমিল্লাহ কর্পোরেশন লিমিটেড | টাইটারন ২০ এসপি | মামুন এগ্রোপ্রোডাক্টস লিমিটেড |
| এসিটামিপ্রিড | জাফ ২০ এসপি | ইনতেফা | মসপি ২০ এসপি | গ্রিন কেয়ার বাংলাদেশ |
| এসিটামিপ্রিড | রেসিম ২০ এসপি | মসকো মার্কেটিং কোম্পানি | মানিক ২০ িএসপি | মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেড |
| এসিটামিপ্রিড | চন্দ্র ২০ এসপি | ক্লিন এগ্রো | সাফারি ২০ এসপি | সিগমা এগ্রোভেট কোম্পানী লিঃ |
| এসিটামিপ্রিড | সালভো ২০ এসপি | ইন্টিগ্রেটেড ক্রপ সলিউশান বাংলাদেশ | ইন্দিরা ২০ এসপি | এস আই এগ্রো ইন্টারন্যাশনাল |
এসিটামিপ্রিড গ্রুপের ক্ষতিকর দিকঃ
মৌমাছির জন্য এসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক বেশি ক্ষতিকর। এবং মানুষের দেহে
carcinogen, নিউরোটক্সিসিটি সৃষ্টি করে থাকে।
এসিটামিপ্রিড গ্রুপের সর্তকতাঃ
এসিটামিপ্রিড(Acetamiprid) গ্রুপের
কীটনাশক
ব্যবহারের সময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে ব্যবহার করতে হবে। শিশুদের নাগালের
বাইরে রাখতে হবে। অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
যোগাযোগঃ
কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে জন্য
সঠিক পরামর্শ দিতে আপনার পাশে রয়েছে ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও
পরামর্শ কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ
করুন।
