পরাগায়ন

 পরাগায়ন নিয়ে আলোচনাঃ-


পরাগায়ন,একটা পৃথিবীর কথা কল্পনা করা যাক, যেখানে কোন ফলমূল নেই, কোন ফুল নেই, নেই কোন শাক-সবজি!তাহলে, এই পৃথিবীটা কিসের মত হবে? সেই পৃথিবীতে কি আমরা টিক
ekrishi24,পরাগায়ন



 একটা পৃথিবীর কথা কল্পনা করা যাক, যেখানে কোন ফলমূল নেই, কোন ফুল নেই, নেই কোন শাক-সবজি!তাহলে, এই পৃথিবীটা কিসের মত হবে? সেই পৃথিবীতে কি আমরা টিকে থাকতে পারবো?

পরাগায়ন যদি না হয় তাহলে পৃথিবীর কোন প্রজাতির ফল, ফুল ও সবজি আর নতুন করে জন্ম নিবে না! নতুন করে জন্ম না নিলে একটা সময় পর আমরা নতুন কোন বীজ পাবো না। আর বীজ না পেলে ধীরে ধীরে পৃথিবী থেকে অনেক প্রজাতির গাছ বিলিন হয়ে যাবে! দেখা দিবে অক্সিজেন সংকট। পুরা ফুড চেইনের বিশৃঙ্খলার জন্য ক্ষতিগ্রস্ত হবে পৃথিবী ও বায়ুমণ্ডল।

 আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ খাবারই হাতের নাগালে পাবো না। 

বলা হচ্ছে, তখন অনেক দামি হিরা চেয়ে খাবারের দাম বেশি থাকবে। আর, একসময় আমাদের সংরক্ষণ করা খাবারও শেষ হবে! শুধুই কী খাবার?পরাগায়ন  না হলে  আমরা কোন ধরণে কটন সমৃদ্ধ জামা-কাপড়ও তৈরি করতে পারবো না। কারণ পরাগায়  না হলে  গার্মেন্টস ইন্ডাস্ট্রির অন্যতম কাঁচামাল তুলা কখনো উৎপন্ন হবে না। ফলে আমাদেরকে আবার আগের যুগের মানুষের মত গাছের ছাল-বাকলকেই জামা কাপড় হিসেবে ব্যবহার করতে হবে।

পরিবেশের ভারসাম্য পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে, খাবারের সংকট দেখা দিবে। একসময় হয়তো আমাদের পৃথিবী আর বসবাস উপযোগী থাকবে না। মহাবিশ্বের অন্যান্য গ্রহের মতো মানুষ বসবাসের অনুপযোগী হয়ে যাব



পরাগায়নঃ-

  পরাগধানীথেকে পরাগ  রেণু স্হানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে  পতিত হওয়াকে পরাগায়ন বলে।  


কৃত্রিম পরাগায়ন/ হাত পরাগায়নঃ-

     Cucurbitaceae পরিবারভুক্ত যেমন- লাউ, কুমড়া, চালকুমড়া, পটল ইত্যাদি গাছে পুরুষ ও স্ত্রী ফুল পৃথক হয়। একই বয়সের পুরুষ ও স্ত্রী ফুল কাছাকাছি থাকলে এবং বাতাসের বেগ প্রবল হলে কিছু পরাগায়নের সম্ভাবনা থাকে তবে তা একেবারেই নগন্য। তাই পোকা-মাকড় বা মৌমাছি বেশি না থাকলে পুরুষ ও স্ত্রী ফুল পরাগায়নের মাধ্যমে প্রাকৃতিক পরাগায়ন সম্ভব হয় না। পুরুষ ও স্ত্রী ফুল পৃথক হওয়ায় কৃত্রিমভাবে পুরুষ ফুল এনে স্ত্রী ফুলের পরাগায়ন ঘটালে ফলন ভালো হয়। এ জন্য পুরুষ ও স্ত্রী ফুল চেনা প্রয়োজন। পুরুষ ফুল ফুলের বোঁটার অগ্রভাগে ফুটে। পাপড়ির মাঝখান দিয়ে বেড়ে যাওয়া পুংদণ্ডে পাউডারের গুঁড়ার মত পরাগরেণু থাকে।  

পরাগায়ন,একটা পৃথিবীর কথা কল্পনা করা যাক, যেখানে কোন ফলমূল নেই, কোন ফুল নেই, নেই কোন শাক-সবজি!তাহলে, এই পৃথিবীটা কিসের মত হবে? সেই পৃথিবীতে কি আমরা টিক
ekrishi24,পরাগায়ন


আর স্ত্রী ফুলে পাপড়ির গোড়ায় গর্ভাশয় অথবা ছোটফল থাকে না। গর্ভাশয়ের ওপর থেকে পাপড়ি থাকবে। ছোট ও মোটা গর্ভদণ্ডে আঠালো পদার্থ থাকবে। পুংরেণু এখানে পড়ার সাথে সাথে আঠায় আটকে যায়। অনেকেরই ধারণা, শুধু স্ত্রী ফুলের এই গর্ভাশয় থাকলেই ফল ধরবে। এ ধারনাটা ভুল। গর্ভমুণ্ডে পুরুষ ফুলের পুংরেণু না লাগা পর্যন্ত ফল ধরবে না। পুরুষ ফুল থেকে ফল হয় না, ফল হয় স্ত্রী ফুল থেকে , তাই মনে রাখবেন পুরুষ ফুল ছিড়ে এনে স্ত্রী ফুলে পরাগায়ন করতে হবে। স্ত্রী ফুল ছেড়া যাবেনা। এছাড়া তুলি বা কটন বাড ব্যবহার করেও পরাগায়ন করা যায়।


আগের দিনের সন্ধা হওয়ার ১ ঘন্টা পূর্ব থেকে পরের দিনের সকাল ৮ টা পর্যন্ত Cucurbitaceae পরিবারের ফুলের পরাগরেণু জীবিত থাকে। এই সময়ের ভিতরে আপনাকে পরাগায়ন করতে হবে। আবহাওয়া ও তাপের বিভিন্নতার কারণে ফুলের পরাগ রেনুর জীবন কালের সময়ে কম বেশি হতে পারে। মনে রাখা দরকার যে পরাগায়নের জন্য একই দিনে ফোটা পুরুষ ও স্ত্রী ফুল নির্বাচন করতে হবে। 

প্রতিদিন উল্লেখিত সময়ের মধ্যে সদ্যফোটা পুরুষ ফুল রেণুসমৃদ্ধ পুংকেশর রেখে পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হয়। এরপর সদ্যফোটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পুরুষ ফুলের পুংরেণু হালকাভাবে সামান্য একটু ঘষে দিতে হয়। এতে স্ত্রী ফুলে ফল ধরবে । একটি পুরুষ ফুলের পুংকেশর দিয়ে ৬ থেকে ৭টি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পরাগায়ন করা যায়।

পরাগায়ন,একটা পৃথিবীর কথা কল্পনা করা যাক, যেখানে কোন ফলমূল নেই, কোন ফুল নেই, নেই কোন শাক-সবজি!তাহলে, এই পৃথিবীটা কিসের মত হবে? সেই পৃথিবীতে কি আমরা টিক
ekrishi24,পরাগায়ন


কৃত্রিম পরাগায়নের ধাপ সমূহঃ-

১ম ধাপ-  

পুরুষ ও স্ত্রী ফুল চিহ্নিত করা।

 ২য় ধাপ- 

উপযুক্ত পুরুষ ফূল ( কিছুটা অফুটন্ত )  সংগ্রহ করে পাপড়ি ছিড়ে পরাগধানী অথবা তুলি দিয়ে পুরুষ ফুল হতে পরাগরেণু সংগ্রহ করা।

৩য় ধাপ –

 এবার সংগ্রহকৃত পরাগরেণু  স্ত্রী ফূলের গর্ভমুণ্ডে আলতোভাবে ঘষে দিতে হবে, অথবা তূলি বা কটন বাড ব্যতীত সরাসরি পুরুষ ফুলের পরাগধানী সংগ্রহ করে  স্ত্রী ফূলের গর্ভমুণ্ডে আলতোভাবে ঘষে দিলেও পরাগায়ন সম্পন্ন হলে ফল টিকে যাবে বা কোন ফল পচে বা ঝরে পড়বে না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url