মুগের ফল ছিদ্রকারী পোকা

মুগ ডালের  ফল ছিদ্রকারী পোকা দমন পরিচিতি 


ফসলঃ মুগডাল

পোকার নাম : ফল ছিদ্রকারী পোকা

পোকার স্থানীয় নাম : নেই

পোকা চেনার উপায় : 

কীড়া সাধারণত গাছের ডগায় এবং ফলে থাকে। এবং ১-১.৫ ইঞ্চি বড় মথ।


ফল ছিদ্রকারী পোকা,ফসলঃ মুগ।ডাল পোকা চেনার উপায় : কীড়া সাধারণত গাছের ডগায় এবং ফলে থাকে।এবং ১-১.৫ ইঞ্চি বড় মথ।
মুগের ফল ছিদ্রকারী পোকা


ক্ষতির ধরণ :

 প্রথম দিকে গাছের কচি ডগা খেয়ে ফেলে, ফল আসলে ফলের ভেতর ঢুকে বীজ খেয়ে ফেলে।


আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ডগা , ফল

পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া


রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

• আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে সুমিথিয়ন বা ফলিথিয়ন সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন: রিপকর্ড ১০ ইসি বা ওস্তাদ ১০ ইসি ২ মিঃলিঃ মিশিয়ে ভালভাবে স্প্রে করা।


অথবা থায়ামিথক্সাম+ক্লোথায়ারানিলিপ্রল জাতীয় কীটনাশক (যেমন ভলিউম ফ্লেক্সি ৫ মিলিলিটার  অথবা ১মুখ ) 


অথবা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন ওস্তাদ ২০ মিলিলিটার  অথবা ম্যাজিক অথবা কট ১০ মিলিলিটার) প্রতি ১০লিটার পানিতে  মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে


এছাড়া- এসিমিক্স ৫৫ ই সি, ১০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে।


অথবা প্রোটেক্ট ৫০ এস জি, ১০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে।

 

১০-১২ দিন পরপর ২/৩ বার। কীটনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।


বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


পূর্ব-প্রস্তুতি :

একই জমিতে বার বার ডাল আবাদ না করা। জমিতে বাঁশের কঞ্চি বা ডালপালা পুঁতে দিতে হবে যাতে পাখি এসে পোকা খেতে পারে (বিঘা প্রতি ৮-১০ টি)।ক্ষেত পরিস্কার পরচ্ছন্ন রাখা।আক্রন্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা।


জৈবিক  পদ্ধতিতে দমনঃ 

১ লিটার পানিতে ৫০ গ্রাম আধাভাঙ্গা নিমবীজ ১২ ঘন্টা ভিজিয়ে রেখে, ছেঁকে আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রন করা যায়।


পরবর্তীতে যা যা করবেন না।

১. ক্ষেতের আশ পাশ অপরিচ্ছন্ন রাখবেন না

পরবর্তীতে যা যা করবেন

১. নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন।


যোগাযোগঃ


কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে সঠিক পরামর্শ দিতে আপনার পাশে রয়েছে ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url