কার্বেন্ডাজিম (Carbendasim) গ্রুপ এর পরিচিতি | ছত্রাকনাশক
কার্বেন্ডাজিম(Carbendasim) গ্রুপ পরিচিতি
কার্বেন্ডাজিম বহুল ব্যবহৃত বেনজিমিডাজল গ্রুপের ছত্রাকনাশক।এটি বহুমুখী, প্রবাহমান ছত্রাকনাশক। ছত্রাক দমনে প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে কার্যকর। এটি নেমাটোড প্রতিরোধেও কাজ করে ।
|
| কার্বেন্ডাজিম |
কীভাবে কার্বেন্ডাজিম কাজ করে
এটি প্রবাহমান হওয়ায় গাছের পাতায় প্রয়োগ করলে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে। গোড়ায় প্রয়োগ করলে শিকড়ের মাধ্যমে গাছে ছড়িয়ে পড়ে। তাই যেসকল ছত্রাক গাছ বা পাতার ভিতরে আক্রমণ করে, তাদের দমনে এটি বেশ কার্যকর।
কার্বেন্ডাজিমের ব্যবহার
পাতা পোড়া, পাতায় দাগ, মিলডিউ, এনথ্রাকনোজ, পঁচা নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়। এছাড়া বীজ শোধনে ব্যবহার করা হয় ।
সাধারণত রোগ হওয়ার প্রাথমিক অবস্থায় কার্বেন্ডাজিম প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। গাছে রোগ বেশি ছড়িয়ে পড়লে কার্বেনডাজিম ও ম্যানকোজেব একসাথে ব্যবহার করতে হয়।
যে সমস্ত ফসলে ব্যবহার হয়
সাধারণত ধান, ভুট্টাসহ দানাদার ফসল, লাউ জাতীয় সবজি শিম, সুগারবিট, আপেল, তামাক ও বিভিন্ন ফলমূলে (কলা,আনারস,আম,লেবু, স্ট্রবেরি) ব্যবহার করা হয় ।
কার্বেন্ডাজিমের প্রয়োগ মাত্রা
প্যাকেটের নির্দেশনা অনুসরণ করে প্রয়োগ করা উত্তম। অবশ্যই মেয়াদ আছে কি না দেখে নিবেন।
বীজ শোধনে ১ লিটার পানিতে ২ গ্রাম কার্বেনডাজিম ব্যবহার করতে হয়।বীজ, রাইজোম, টিউবার শোধনে কমপক্ষে ১৫ মিনিট রাখতে হয় ।
কার্বেন্ডাজিম বাজারে যে নামে পাওয়া যায়-
| বাজারে প্রচলিত নাম | কোম্পানী | বাজারে প্রচলিত নাম | কোম্পানী |
|---|---|---|---|
| এমকোজিম ৫০ ডব্লিউপি | এসিআই | নোইন ৫০ ডব্লিউপি | ম্যাকডোনাল্ড |
| ব্যাভিষ্টিন ডি এফ | অটো ক্রপ | অরগাজিম ৫০ এসপি | গ্রীন বাংলা এগরো |
| এগ্রিডাজিম ৫০ ডব্লিউপি | এমিন্যান্স | ইভাজিম ৫০ ডব্লিউপি | ই এইচ এন্ড এগ্রাভেট |
| আরবা ৫০ ডব্লিউপি | ইন্তেফা | জিয়াংনং ৫০ ডব্লিউপি | সানসীড পেস্টিসাইড |
| পার্ল ৫০ ডি এফ | ম্যাপ এগো | সীডাজিম ৫০ ডব্লিউপি | সীট্রেড |
| বিকোহোমাই ৫০ ডব্লিউপি | বিসমিল্লাহ | গিলজিম ৫০ ডব্লিউপি | পেট্রোকেম |
| করোজিম ৫০ ডব্লিউপি | করবেল | গোল্ডজিম ৫০০ এসসি | স্কয়ার |
| সিনোজিম ৫০ ডব্লিউপি | অরণ্য ক্রপ | সিনোডাজিম ৫০ ডব্লিউপি | গ্লোবাল এগ্রো |
| কারবোজিম ৫০ ডব্লিউপি | রেক্সিমকো | জিম্পার ৫০ ডব্লিউপি | প্রাইম এগ্রো |
| কাপটান ৫০ ডব্লিউপি | আলফা | ধানগড়া ৫০ ডব্লিউপি | টোটাল এগ্রো |
| শিনকার ৮০ ডব্লিউপি | ইউনাইটেড | ভলকান ৫০ ডব্লিউপি | এ্যাথারটন |
| নয়ন ৫০ ডব্লিউপি | অনিকা | নিউজিম ৫০ ডব্লিউপি | ব্লেসিং এগ্রোভেট |
| ইকোজিম ৫০ ডব্লিউপি | ইষ্ট ওয়েষ্ট | নোভা ৫০ ডব্লিউপি | ইয়ন এগ্রো |
| জিমগার্ড ৫০ ডব্লিউপি | পদ্মা এগ্রো | বেন্ডাজিম | এগ্রিকেয়ার |
| অটোস্টিন | অটো ক্রপ কেয়ার | টার্বো | হেকেম |
যে সমস্ত কীটনাশকের সাথে মিশানো যায়
সাধারণ কিছু কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করা যায়। তবে চুন, সালফার, বোর্দো মিক্সার বা ক্ষার জাতীয় উপাদানের সাথে কখনোই মেশানো যাবে না।
কার্বেন্ডাজিমের ক্ষতিকর দিক
কার্বেনডাজিম উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য ক্ষতিকর । অতিরিক্ত ডোজ হলে মাটিতে উপকারী জীবাণু , মাটির পুষ্টি উপাদান (N,P,K) অণুজীব , মাটির গঠনকে নষ্ট করে দেয়। গরু ও ছাগল,জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। মানুষের বন্ধ্যাত্ব,এপোপটসিস,মিউটাজেনসহ আরও রোগ হয় । এটি মাটিতে, পানিতে কয়েক সপ্তাহ থেকে যেতে পারে।
কার্বেন্ডাজিমের সতর্কতা
ক্ষতিকর দিক বিবেচনা করে সতর্কতা অবলম্বন করে কার্বেনডাজিম ব্যবহার করতে হবে । প্রয়োগের সময় শরীরে যাতে না লাগে, নাকে বা মুখে না প্রবেশ করে। জমিতে /গাছে অতিরিক্ত প্রয়োগ করা যাবে না। একই জমিতে বারবার স্প্রে করা যাবে না।
যোগাযোগঃ
কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও
ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে সঠিকপরামর্শ দিতে আপনার পাশে রয়েছে
ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও
পরামর্শ কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ করুন।
