আলুর মোজাইক (Mosaic disease of potato), ভাইরাস রোগ এর দমন ও তার পরিচিতি | আলুর রোগ
আলুর মোজাইক রোগ (Mosaic disease of potato) ভাইরাস এর দমন ও তার পরিচিতি
ekrishi24:আলু বিভিন্ন ভাইরাস দ্বারা সংক্রামিত হতে পারে।যার মধ্যে
মোজাইক ভাইরাস অন্যতম।আবার আলুর বিভিন্ন মোজাইক ভাইরাসের লক্ষণগুলি
একই রকম হতে পারে, তাই আসল প্রকারটি সাধারণত একা লক্ষণগুলি দ্বারা চিহ্নিত করা
যায় না এবং প্রায়শই কেবল আলুতে মোজাইক ভাইরাস হিসাবে পরিচিত।
|
|
| আলুর মোজাইক রোগ (Mosaic disease of potato) ভাইরাস এর দমন ও তার পরিচিতি | আলুর রোগ |
আরও জানতে নিছে ক্লিক করুন
আলুর মোজাইক/ভাইরাস রোগের পরিচিতিঃ
আলুর মোজাইক রোগ (Mosaic disease of potato) একটি ভাইরাস জনিত রোগ।Potato Leaf
Roll Virus (PLRV), Potato Virus Y (PVY), Potato Virus X (PVX) এবং Potato virus
A (PVA) দ্বারা এ রোগ হয়ে থাকে। ভাইরাসসমূহ জাব পোকা এবং স্পর্শের মাধ্যমে গাছ
থেকে গাছে ছড়ায়।এ রোগ জাব পোকা এবং স্পর্শের মাধ্যমে গাছ থেকে গাছে ছড়ায়।
আলুর মোজাইক/ভাইরাস রোগের প্রকারভেদঃ
আলুতে তিন ধরণের স্বীকৃত মোজাইক ভাইরাস হ'ল লেটেন্ট (আলু ভাইরাস এক্স),
মাইল্ড (আলু ভাইরাস এ), রাগোজ বা সাধারণ মোজাইক (আলু ভাইরাস ওয়াই)।
আরও বিস্তারিত জানতে নিছে ক্লিক করুন
Potato Virus X (PVX):
প্রচ্ছন্ন মোজাইক,বা আলুর ভাইরাস এক্স, স্ট্রেনের উপর নির্ভর করে কোনও দৃশ্যমান
লক্ষণ তৈরি করতে পারে তবে সংক্রামিত কন্দের ফলন কমে যেতে পারে। প্রচ্ছন্ন
মোজাইকের অন্যান্য স্ট্রেনগুলি হালকা পাতার কুঁচকানো দেখা যায়।
Potato virus A (PVA):
আলুর ভাইরাস এ হল হালকা মোজাইক। এর সংক্রমণে, গাছগুলিতে হালকা
কুঁচকানো হয়, পাশাপাশি হালকা হলুদ ছাঁটাই হয়। লক্ষণগুলির তীব্রতা স্ট্রেন,
কালারার এবং আবহাওয়ার অবস্থার উপর নির্ভর করে।
Potato Virus Y (PVY):
আলুর ভাইরাস ওয়াই (রাগোজ মোজাইক) ভাইরাসগুলির মধ্যে সবচেয়ে মারাত্মক।এর
লক্ষণগুলির মধ্যে লিফলেটগুলি কুঁচকানো বা হলুদ করা এবং ক্রাইঙ্কিং অন্তর্ভুক্ত
থাকে যা মাঝে মাঝে পাতা ফোঁটা হয়। পাতার শিরাগুলি প্রায়ই ব্ল্যাক স্ট্রাইকিং
হিসাবে প্রদর্শিত নেক্রোটিক অঞ্চলগুলি থাকে। গাছপালা স্তব্ধ হতে পারে। উচ্চ
তাপমাত্রা লক্ষণগুলির তীব্রতা বাড়িয়ে দেয়। আবার আলু চাষকারী এবং ভাইরাসের
স্ট্রেন উভয়ের সাথে লক্ষণগুলি ব্যাপকভাবে পরিবর্তিত হয়।
আরও জানতে- ছত্রাকনাশক গ্রুপ সম্পর্কে
আলুর মোজাইক/ভাইরাস রোগের লক্ষণঃ
পাতায় বিভিন্ন ধরনের ছিটে দাগ পড়ে, পাতা বিকৃত ও ছোট হয়।আলুর জাতের উপর নির্ভর
করে লক্ষন ভিন্নতর হয়।লতা ঝুলে পড়ে এবং পরবর্তীতে গাছ মারা যায়।এই সমস্ত ভাইরাস
এককভাবে অথবা যৌথভাবে আলু গাছ আক্রমণ করে।
ভাইরাস আক্রান্ত আলু গাছ আকারে ছোট, পাতা কোঁকড়ানো, হলুদ অথবা মোজাইকের রং হয়
এবং খসখসে হয় এবং আলুর আকার ছোট হয় যার ফলে আলুর উৎপাদন মারাত্মকভাবে কমে
যায়।কৃষক সহজেই নিবিড় পর্যবেক্ষণ করলে সুস্থ গাছ থেকে ভাইরাস আক্রান্ত আলু গাছ
আলাদা করতে পারে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করা।
রোগমুাক্ত গাছ আলু সহ রোগিং করা।
ভাইরাসের বাহক পোকা (জাব) দমন ব্যবস্থা গ্রহণ করা।
ভাইরাস মুক্ত প্রত্যায়িত বীজ আলু ব্যবহার করা।
আগাম জাতের আলু চাষ যা নভেম্বরের ২৫ তারিখের (১১ কার্তিক) মধ্যে করা এবং আগাম
সংগ্রহ করা।
জমি আগাছা মুক্ত করা।
জমির আশে পাশের বিকল্প পোষক গাছ যেমন-টমেটো, তামাক, মরিচ, ধুতরা, বথুয়া, ফোসকা
বেগুন ইত্যাদি থাকলে তা পরিষ্কার করা।
সারিতে ভালভাবে মাটি উঁচু করে দেয়া।
আলু গজানোর সাথে সাথে (২০-২৫ দিন বয়স হতে) নিয়মিতভাবে ভাইরাস আক্রান্ত গাছ রোগিং
অর্থাৎ আলু সহ তুলে মাটির নীচে পুঁতে ফেলা।
জাব পোকা এ রোগের বাহক, তাই এদের দমনের জন্য ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক
(যেমন এডমায়ার অথবা টিডো ৭-১০ মিলিলিটার / ২মুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫
শতকে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার। কীটনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন
করতে হবে।
অথবা ম্যালাথিয়ন (২ মিলি/লিটার পানিতে) ১০-১৫ দিন পর পর জমিতে নিয়মিত ভাবে স্প্রে
করা।
গাছের বয়স ৮০ দিন হলে আলু গাছ শিকড়সহ তুলে ফেলা এবং এরপর কমপক্ষে ৮-১০ দিন আলু
জমিতে মাটির নীচে রেখে দেয়া।
একবার উদ্ভিদ সংক্রামিত হলে রোগ নির্মূল করার কোনও পদ্ধতি নেই। এটি সরানো এবং ধ্বংস করা উচিত।
যোগাযোগঃ
কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান ও ফসলের রােগবালাই এবং পােকামাকড় দমনে সঠিক
পরামর্শ দিতে আপনার পাশে রয়েছে ekrishi24.অথবা নিকটস্থ “কৃষক তথ্য ও পরামর্শ
কেন্দ্র (ফিয়াক)” অথবা “উপ সহকারী কৃষি অফিসার” এর সাথে যোগাযোগ করুন।